Article 3


স্কুল-লাইফ 

স্কুল লাইফ মানে জীবনের প্রথম পদক্ষেপ,
পড়ার চাপে বিগড়ে যেত সকলেরই  সেপ !
স্কুল লাইফ মানে জীবনের সেরা সময়,
স্কুল লাইফ এ তোর-আমার প্রথম পরিচয়।
স্কুল লাইফ মানে অজুহাতের কারখানা,
বন্ধুত্বের পলিসিটা থাকে অজানা।
স্কুল লাইফ মানে বন্ধুর দোষ নিজের ঘাড়ে নেওয়া ,
ইস্কুলেতে টিচেরদের ডাকনাম দেওয়া।
স্কুল লাইফ মানে স্যারদের ভয় স্কুল না যাওয়া,
'তুই না গেলে আমিও নেই'- এই বলে বাড়ি যাওয়া। 
স্কুল লাইফ মানে ছুটির শেষে একসাথে বাড়ি যাবো,
বাইরে গিয়া ঝালমুড়িতে স্বর্গ -সুখ পাবো।
স্কুল লাইফ মানে বন্ধুর টিফিন চেয়ে খাওয়া,
স্কুল লাইফ মানে বন্ধুত্বের মানে খুঁজে পাওয়া।
স্যার-ম্যামরা সারাদিন বলে 'পর আর পর  '
গার্জেনকলের নাম শুনলে ১০০* জ্বর। 
স্কুল লাইফ মানে প্রার্থনাতে মিছি-মিছি মুখ নাড়া,
প্রার্থনা শেষ মানে একটা পর্ব সারা।
স্কুল লাইফ মানে বেঞ্চে নাম খোদাই করা,
ব্যাগ-বই-খাতা রেখে জায়গা বুকিং করা। 
স্কুল লিগে মানে লাস্ট বেঞ্চে বসে আড্ডা মারা,
মনিটর শাসালে বলি বাইরে গিয়ে  দারা।
স্কুল লাইফ মানে ব্যাগ নিয়ে স্টাইলে বেরিয়ে আসা,
বন্ধুরা সব কমেন্ট করে লাগছে কিন্তু 'খাসা'।
স্কুল লাইফের স্মৃতি থাকে এভারগ্রিন ইন হৃদয়,
চোখের জলে প্রবেশ আর চোখের জলেই বিদায়।..
☮️ 
if you like the content do consider sharing your opinions in the comments.

                                                        the_zen_monk

Comments

Post a Comment

Popular posts from this blog

composition-1

Article 2

Article 4